রাজশাহীতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

রাজশাহী খড়খড়ি বাইপাস মহাসড়কে বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করছে আমান জুট ফাইব্রাস লিমিটেডের শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১ টার দিক থেকে দুপুর ১পর্যন্ত সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, মালিকরা বেতন-ঈদ বোনাস দিতে চাচ্ছে না। তারা আমাদের ৬০% বোনাস দেওয়ার কথা বলেছিল ছিল কিন্তু তারা এখন দিতে চাচ্ছে না। আমাদেরকে ৩৮ দিন আটকে রাখে কোনরকমে সুযোগ-সুবিধা দেয়নি।
শ্রমিকরা আরও জানান, নানান ভাবে আমাদের সাহায্য করার কথা বলে বিকাশ নাম্বার এনআইডি কার্ড নিয়েছে আমাদেরকে বেতন দিবে বলে কিন্তু তারা কিছু দেয়নি। বরং এখন তারা আমদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দিতে চাই না।
আজ মালিক দের কাছে বেতন নিতে গেলে বলে তারা কোনো কিছু দিতে পারবে না । তাই আমরা আজ সড়ক অবরোধ করে রেখেছি। আমরা বেতন না পাওয়া পর্যন্ত সড়ক থেকে সরবো না।
এদিকে, আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে আসে তাদের এই সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি নিয়ন্ত্রণে আনে।
আমান জুট ফাইব্রাস লি: এর প্রোডাকশন ম্যানেজার (পিএম) বলেন, সকালে শ্রমিকরা এসেছিল তাদের বেতনের জন্য, আমরা তাদের কাছ থেকে সময় চেয়েছিলাম। তারা আমাদের সময় না দিয়ে রাস্তায় নেমে আসে, এবং বিক্ষোভ মিছিল শুরু করে।
প্রোডাকশন ম্যানেজার শ্রমিকদের আশ্বাস দিয়ে বলেন, আগামী কাল দশটার মধ্যে প্রত্যেক শ্রমিকের বোনাসসহ তাদের বেতন দেয়া হবে।
আরপি/এমএএইচ
বিষয়: রাজশাহী মহাসড়ক অবরোধ বেতনের দাবি
আপনার মূল্যবান মতামত দিন: