রাজশাহী বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল, সম্পাদক গোলাম রসুল


প্রকাশিত:
১৯ মে ২০২০ ০৩:৩৭

আপডেট:
১ মে ২০২৫ ২২:৫৩

দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ও সম্পাদক গোলাম রসুল

দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠণ করা হয়েছে। কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি গোলাম রসুল।


সোমবার (১৮ মে) বিকেলে সামাজিক দুরত্ব বজায় রেখে দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জীবন আলী সুবজ কোরবান। এসময় ক্লাবের সকল সদসগণ উপস্থিত ছিলেন। সভায় সবার সিদ্ধান্তক্রমে পুনরায় আমিনুল ইসলামকে সভাপতি ও গোলাম রসুলকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মিজান মাহী দৈনিক সোনালী সংবাদ, সহ-সভাপতি রায়হানুল ইসলাম দৈনিক আমাদের সময়, ফরিদ আহম্মেদ আবির দৈনিক মুক্তকণ্ঠ, যুগ্ন সম্পাদক এসএম বাবুল হোসেন দৈনিক লাল গোলাপ, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া অনলাইন নিউজ পোর্টাল সংবাদ চলমান, প্রচার সম্পাদক আল-আমিন দৈনিক ভোরের পাতা, দপ্তর ও পাঠাগার সম্পাদক মিজানুর রহমান অনলাইন বাংলা পোস্ট, কোষাধ্যাক্ষ মোফাজ্জল হোসেন দৈনিক বাংলাদেশ সময়। এছাড়াও সাধারণ সদস্যরা হলেন আরিফুজ্জামান আরিফ,মনোয়ার হোসেন পন্টি ও মমিন উদ্দিন।

 

 

আরপি/এমএইচ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top