রাজশাহী রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২

রাজশাহী ল্যাবে আজ আরো একজনের করোনা শনাক্ত


প্রকাশিত:
১৯ মে ২০২০ ০১:৫৫

আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ২৩:৩৩

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে  আজ আরও একজনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। সোমবার বিকেলে পাওয়া ফলাফলে আক্রান্ত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে।

এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান জানান, সোমবার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে সবগুলোর ফলাফল এসেছে। তার মধ্যে একটি পজেটিভ ও ৯৩ জনের নেগেটিভ এসেছে। নতুন আক্রান্তের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

এর আগে, রোববার একদিনে চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ আরও ২০ জ করোনা আক্রান্ত শনাক্ত হয়। সোমবার সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top