রাজশাহী বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

বাঘায় প্রতিবন্ধীর বাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত


প্রকাশিত:
১৯ মে ২০২০ ০১:২৯

আপডেট:
১ মে ২০২৫ ২১:৪৪

বাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত

রাজশাহীর বাঘায় উপজেলার খায়েরহাট গ্রামে এক প্রতিবন্ধী নারীর বাড়ি আগ্নিকান্ডের ঘটনায় ভস্মিভূত হয়েছে। সোমবার (১৮ মে) বেলা ১১ টার দিকে রান্না ঘরের চুলা থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে বাঘা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে।

এদিকে, খরব পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ঘটনাস্থাল পরিদর্শন করেন। এ সময় গড়গড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম রবি সাথে ছিলেন। বাড়িতে আসবাবপত্রসহ প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রতিবন্ধী কহিনুর বেওয়া ও তার ছেলে রবিউল ইসলাম।

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোশারফ হোসেন জানান, ঘটনাস্থলে পৌছার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top