মেস মালিকদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

রাজশাহীতে মেস ভাড়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মেস মালিকদের সাথে মতবিনিময় করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
আজ সোমবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে মহানগর মেস মালিক সমিতির নেতৃবৃন্দ ও মেস মালিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় শিক্ষার্থীদের মেস ভাড়া নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ ও মালিকদের দাবির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র লিটন।
এর আগে 'রাজশাহীতে মেসভাড়া মওকুফের দাবি' শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।
এরপর গত ১০ মে রাজশাহী জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ ও মেস মালিক সমিতির এক যৌথ সভায় মেস ভাড়ার ৪০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত হয়। মেস মালিকরা সভায় এ সিদ্ধান্ত মানলেও পরবর্তীতে নানাভাবে মেস ভাড়া আদায়ের চেষ্টা করেন।
আরপি / এমবি
আপনার মূল্যবান মতামত দিন: