রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

রাজশাহী নগরীতে

সাংবাদিক রফিকুল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০১৯ ০১:২৫

আপডেট:
৪ মে ২০২৪ ১৬:০৪

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীতে কালের কণ্ঠ রাজশাহী ব্যুরো প্রধান ও সিল্কসিটি নিউজের সম্পাদক রফিকুল ইসলাম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে নগরীর নিউ মার্কেট সংলগ্ন থিম ওমর প্লাজার সামনে এই ঘটনা ঘটে।

কালেরকণ্ঠে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রফিকুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছিলেন এই সংসদ সদস্য। এমপির নির্দেশে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহীর সাংবাদিক নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার করতে নিউমার্কেট এলাকায় গিয়েছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম। থিম ওমর প্লাজার সামনে মোটরসাইকেল রাখায় তার উপর চড়াও হন সেখানকার নিরাপত্তা রক্ষিরা।

এক পর্যায়ে ওই সাংবাদিককে তারা এলোপাথাড়ি মারপিট করেন। হামলার শিকার ওই সাংবাদিককে উদ্ধার করেন কয়েকজন ব্যবসায়ী ও পথচারী।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কয়েকজন সাংবাদিক। প্রতিবাদ করায় তাদের থিম ওমর প্লাজার ভেতরে আটকে রাখেন নিরাপত্তা কর্মীরা। পরে পুলিশ গিয়ে অবরুদ্ধ সাংবাদিকদের উদ্ধার করে। এছাড়া হামলাকারীদের হেফাজতে নেয়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর সর্বস্তরের সাংবাদিক। অবিলম্বে দোষিদের কঠিন শাস্তিও দাবি উঠেছে।

রাজশাহী সংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ বলেন, কালের কণ্ঠের সাংবাদিক রফিকুল ইসলামের উপরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।

এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে নগরীর শিরোইল ফাঁড়ির পুলিশ।

আটকৃতরা হলেন-নগরীর ষষ্ঠীতলা এলাকার সেকেন্দার আলীর ছেলে সাইদ আলী (২৮), কাটাখালীর মাসকাটাদিঘী এলাকার আলতাফ হোসেনের ছেলে মুন্না (২৭), তেরখাদিয়া এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে আবদুল হাকিম (৪৮), পবার মথুরা এলাকার মতিউর রহমানের ছেলে নাহিদ (২০), বহরমপুর এলাকার গণেশের ছেলে সানি (২২)।

হামলাকারীরা রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন থিম ওমর প্লাজার নিরাপত্তা রক্ষি।

 

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top