রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীর

বাঘায় সরকারি কাজে বাধা : বিজিবির উপর চোরাকারবারীর হামলা


প্রকাশিত:
১৫ মে ২০২০ ০২:১২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:৩৮

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় সরকারি কাজে বাধা দিয়ে বিজিবির উপর চোরাকারবারীর হামলা করা হয়েছে। এই ঘটনায় চোরাকারবারীরকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়,বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামে আরমান হোসেনের ছেলে ঝুন্টু হোসেনের বাড়িতে ফেন্সিডিল আছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের হাবিলদার ৪ সিপাহীসহ তার বাড়িতে অভিযান চালায় ।

এসময় চোরাকারবারী ঝুন্টু বিজিবির উপর হামলা চালায়। এতে ৪ বিজিবি পোশাক ছিঁড়ে যায় এবং আহত হয়। পরে ঝুন্টুর বাবা আকরাম হোসেনকে আটক করে মীরগঞ্জ ক্যাম্পে আনা হয়।চোরাকারবারীরা হামলায় বিজিবির তিনটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

ফোনগুলো ফেরত দেওয়ার কথা কিন্তু বিকেল ৫টায় পর্যন্ত ফেরত দেয়া হয়নি। এ ঘটনায় স্থানীয়দের অনুরোধে বিজিবি মুচলেকা নিয়ে আটক চোরাকাবারীর বাবা আকরাম হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চোরাকাবারীর ঝুন্টুর নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন, ঝুন্টুর বাড়িতে ফেন্সিডিল আছে এ মর্মে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি দিনের বেলায় অভিযানে যায়। এ সময় ঝুন্টু সরকারি কাজে বাধা দিয়ে বিজিবির উপর হামলা করা ঠিক করেনি।

এ হামলায় বিজিবির পোশাক ছিঁড়ে গেছে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতে চিহৃ দেখা যায়। তবে ছেলের অপরাধে বাবাকে শাস্তি না দেয়ার অনুরোধে বিজিবি একটি মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।
মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আলাউদ্দিন বলেন, এ বিষয়ে একটি ঘটনা ঘটেছিল। সেটা স্থানীয়দের অনুরোধে মিটিয়ে নিয়েছি।

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top