রাজশাহী বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে

মেয়র লিটনের উদ্যোগে সবজি বিতরণ


প্রকাশিত:
১২ মে ২০২০ ০৩:৩০

আপডেট:
৮ মে ২০২৪ ০২:২০

সবজি বিতরণ

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের মাঝে সবজি বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় মহানগরীর চারটি এলাকায় চারটি ট্রাকে করে সবজি বিতরণ করা হয়। প্রথমদিন ১০ টন মিষ্টি কুমড়া ও ৫০ টন পুইশাক বিতরণ করা হয়েছে।

রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে শহীদ কামারুজ্জামান চত্বরে সবজি বিতরণকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সমর কুমার পাল, মাননীয় মেয়রের সহকারী একান্ত সচিব আব্দুল ওয়াহেদ খান টিটু, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার প্রমুখ।

একই সময়ে মহানগরীর ভদ্রা বস্তি, বহরমপুর রেলওয়ে বস্তি ও শ্রীরামপুর বস্তিতে একযোগে সবজি বিতরণ করা হয়েছে।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top