রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

রাসিক মেয়রের ত্রাণ তহবিলে এক লাখ টাকা দিল ‘এমসিসি’


প্রকাশিত:
১১ মে ২০২০ ০৩:৫৯

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৬:৩৭

রাসিক মেয়রের ত্রাণ তহবিলে টাকা দিল তুলে দিচ্ছেন ‘এমসিসি’র আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান দিয়েছে মাস্টার ক্রিকেট কার্নিভাল (এমসিসি)।

রোববার বিকেলে নগর ভবনের মেয়রের হাতে অনুদানের অর্থ তুলে দেন এমসিসি‘র আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এমসিসি‘কে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।


অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন এমসিসি‘র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ মামুন ডলার, সদস্য ইমতিয়াজ রহমান টনি, কবির তুহিন, রায়হান আলম, রফিকুল ইসলাম প্রমুখ।


উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top