নওগাঁয় ১৬ বিজিবি'র উদ্যোগে ২১৫ পরিবারকে ত্রাণ বিতরণ
                                নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকার ২১৫ টি অসহায় পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
সেখানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএম, জি।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ ব্যাটালিয়নের (১৬বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল একেএম আরিফুল ইসলাম পিএসসি।
রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএম, জি বলেন, প্রায় ১৫ হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
-2020-05-10-19-35-42.jpg)
সীমান্তের দিকে কেউ যেতে চাই না। সীমান্তের অসহায়দের লক্ষ্য করে ত্রান দেয়া হচ্ছে। তবে একই ব্যক্তি যেন একাধিকবার ত্রান না পায় সেদিকটি আমরা দেখছি। আমাদের বিজিবি সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে।
প্রসঙ্গত, প্রতি প্যাকেটে রয়েছে চাল ৬কেজি, ডাল এক কেজি, তেল ৫০০ গ্রাম, লবন ৫০০ গ্রাম, আটা দুই কেজি, সুজি ২৫০গ্রাম ও বিস্কুট এক প্যাকেট।
আরপি / এমবি

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: