গোদাগাড়ীতে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। শুক্রবার দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে উপজেলার দর্গাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক হলেন- পাবনা জেলার আমিনপুর উপজেলার শিবপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে ট্রাকের ড্রাইভার শাহিন শেখ (২৫), সাথিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে ট্রাকের হেলপার শামিম মিয়া (৩৬) ও একই গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মুকুল মিয়া (৪৫)।
র্যাব-৫ রাজশাহীর কম্পানি অধিনায়ক এটিএম মইনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে গোদাগাড়ীর দর্গাপাড়া এলাকায় পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালায়। তাদেরকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ৩টি সীমকার্ড, ১টি ট্রাক, ১টি যানবাহন নথি, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি চালান কপি, ৬০৫ সিএফটি কুচি পাথর, নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এছাড়াও তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করার কথা জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: