রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহী

নগরীতে ‘ছোট স্বপ্ন’র উপহার সামগ্রী বিতরণ


প্রকাশিত:
৯ মে ২০২০ ০১:৩৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:৩৬

উপহার সামগ্রী বিতরণ

দেশে চলমান করোনা পরিস্থিতিতে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের কর্মচারীদের পরিবারসহ আশেপাশে বসবাসকারী অর্ধশতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃৃহস্পতিবার (০৭ মে) বেলা ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে ও সামজিক দূরত্ব বজায় রেখে কলেজ প্রাঙ্গনে ‘ছোট স্বপ্ন’র উদ্যোগে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।

রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শওকত আলী খান নিজে অসহায়দের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ সানাউল্লাহ, শিক্ষার্থীদের মধ্যে থেকে কলেজের অনার্স (বিএড) ৮ম সেমিস্টারের নাবিল হাসান, আসিফ রেজা, অনার্স (বিএড) ১ম সেমিস্টারের আবির হোসেন, ইসমাইল হোসেন নীল, সাফিন, ইব্রাহিম, মোহাম্মদ আফনান, রিয়াজসহ কলেজের প্রত্যেক বিভাগের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের গড়ে তোলা সংগঠন ‘ছোট স্বপ্ন’।  সামাজিক বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করার জন্য কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।

কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতায় মহামারীকালীন সময়ে নিম্ন আয়ের অসহায় মানুষদের সহায়তা প্রদানের লক্ষ্যই হলো ‘ছোট স্বপ্ন’র উদ্দেশ্যে। 

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top