রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

নওগাঁর

মহাদেবপুরে জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের সংঘর্ষে নিহত ১


প্রকাশিত:
৯ মে ২০২০ ০১:১৮

আপডেট:
৯ মে ২০২০ ০১:১৯

সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল আজিজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

এ সংঘর্ষে উভয় পক্ষের দুই নারীসহ অন্তত আট জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খাজুর ইউনিয়নের মর্ত্তুজাপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৭ মে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে মৃত সৈয়দ আলীর ছেলে আলীম উদ্দিন গং এবং প্রতিবেশী মৃত তমছের আলীর ছেলে আব্দুল আজিজ মন্ডল গং এর মধ্যে সংঘর্ষ হয়।এতে আব্দুল আজিজসহ অন্তত আট জন আহত হয়।

এসময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত আব্দুল আজিজের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ওইদিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ হত্যা কান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top