বাঘায় ফেন্সিডিল-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর বাঘায় ফেন্সিডিল-গাঁজাসহ মনসুর আলী প্রামানিক (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
গতকাল বৃহস্পতিবার (৭মে) দুপুর সাড়ে ৩টায় বাঘা উপজেলাধীন পাকুরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।আটককৃত মনসুর আলী প্রামানিক উপজেলার পাকুরিয়া এলাকায় মৃত শাহজাহান প্রামানিকের ছেলে।
র্যাব-৫ জানায়, র্যাবের রাজশাহীর একটি অপারেশন দল এএসপি এস, এম, জামিল আহমেদ এবং এএসপি রাজিবুল আহসান এর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে জেলার বাঘা থানাধীন পাকুরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৬৯ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজাসহ মনসুর আলী প্রামানিককে হাতেনাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত ফেন্সিডিল ও গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলেও স্বীকার করে বলে। এ বিষয়ে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: