রাজশাহী সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

কৃষি অফিসারের নিজস্ব অর্থয়নে

বাঘায় সবজির বীজ ও ফলের চারা বিতরণ


প্রকাশিত:
৭ মে ২০২০ ০২:৫০

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০২:১৮

বাঘায় সবজির বীজ ও ফলের চারা বিতরণ

 

রাজশাহীর বাঘায় সবজির বীজ ও ফলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ্ সুলতান তাঁর নিজস্ব অর্থায়নে উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নিম্ন আয়ের ৬০০ শতাধিক পরিবারের মাঝে বিনা মূল্যে এ সব উপকরণ বিতরণ হয়।

উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ্ সুলতানের সভাপতিত্বে সবজির বীজ ও ফলের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু,

উপজেলা নির্বাহী অফিসার শাহিনরেজা, সহকারি কমিশনার (ভুমি) আল্পনাইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সমাজ সেবক এ্যাড. আব্দুল হান্নান,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস আলী সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, শফিকুর রহমান শফিক, বাঘা প্রেসক্লাব সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান,

জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা উপজেলা শাখার সাধারণ সম্পাদক লালন উদ্দীন, বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান রবিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top