নওগাঁর
ধামইরহাটে কাল বৈশাখী ঝড়ে ছাদ ধষে শ্রমিকের মৃত্যু
                                নওগাঁর ধামইরহাটে কাল বৈশাখী ঝড়ের প্রকপে ছাদ ধষে পড়ে কাবেজ উদ্দিন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার সরকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত বড় শীবপুর এলাকার সানেকুল ইসলামের ছেলে মো. কাবেজ উদ্দিন (৩০) একই এলাকার রাশিদুল ইসলামের মুরগীর শেডের তিন তলা বিশিষ্ট ছাদ ঢালায় নির্মাণ এর জন্য শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পরে বৈশাখের প্রচন্ড ঝড় শুরু হলে তিন তলা থেকে একাধিক শ্রমিক নিচে নামার চেষ্ঠা করলে ছাদ এর উপরের একটা অংশসহ শ্রমিক কাবেজ উদ্দিন উড়ে নিচে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওসমান আলীসহ এলাকাবাসীর সহায়তায় নিহতের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
আরপি / এমবি

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: