নওগাঁয় নতুন করোনা শনাক্ত ৩২,আক্রান্ত বেড়ে ৪৯
                                নওগাঁয় ১০৬ টি নমুনার ফলাফল এসেছে তার মধ্য ৩২ জনের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৯ জনে দাড়ালো।
তাদের মধ্য রাণীনগরে ৭, মহাদেবপুরে ৬,নিয়ামতপুরে ৮, সাপাহারে ৭,পত্নীতলায় ২, ধামুইরহাটে ১ ও বদলগাছীতে ১জন।
আক্রান্ত ব্যক্তিবর্গকে UHFPO এর মাধ্যমে জানানো হয়। বিষয়টি মঙ্গবার সন্ধায় নিশ্চিত করেছেন নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: মনজুর এ মুর্শেদ।
আরপি / এমবি

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: