রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

গোদাগাড়ীতে হেরোইনসহ যুবক আটক


প্রকাশিত:
৬ মে ২০২০ ০১:৫৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:২৪

ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার দুপুর ১ টা ১০ মিনিটের দিকে উপজেলার রেলবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক হলেন মহিশালবাড়ী সাগরপাড়া গ্রামের দুরুল হুদার ছেলে ওবায়দুল (২১)।


র‌্যাব-৫ রাজশাহীর কম্পানি অধিনায়ক এটিএম মইনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে গোদাগাড়ীর রেলবাজার এলাকায় এই যুবকের দেহ তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

এ সময় তার ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীমকার্ড পাওয়া যায়। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এবং তাকে আগামীকাল বুধবার জেল হাজতে প্রেরণ করা হবে।

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top