গ্রীন ভয়েস রাজশাহী জেলা শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সারাবিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমনের কারণে পুরো দেশে চলছে লকডাউন। এমতাবস্থায় অসহায় দরিদ্রদের পাশে দাড়িয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।
গ্রীন ভয়েস-এর কেন্দ্রী ভাবে ঘোষিত সাপ্তাহিক খাদ্য সহায়তার কর্মসূচির অংশ হিসেবে রোববার রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় থাকা অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন গ্রীন ভয়েস রাজশাহী জেলার সবুজ বন্ধরা।
সরকারি নির্দেশনা মেনে নিজ অর্থায়নে অসহায় মানুষদের খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সংগঠনটি। জীবনের ঝুঁকি নিয়েই ভালোবাসার টানে নিস্বার্থভাবে এসব কাজ করছেন তাঁরা। সংগঠনটির পক্ষ থেকে দেশের ৩১টি জেলায় তৃতীয় দফায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। খাবারের তালিকায় চাল, চিড়া, আলু, সয়াবিন তেল, পিঁয়াজ, লবন, মরিচ, গুড়, চিনি, মুড়ি, খেজুর এবং ছোলা বিতরণ করা হচ্ছে।
গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সম্নয়ক আলমগীর কবিরের উদ্যোগে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ ইনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন) এর সহযোগীতায় সারাদেশে এ কার্যক্রম অব্যহত রেখেছে সংগঠনটি।
জানাগেছে, সংগঠনটি সাপ্তাহিক খাদ্য সহায়তার আওতাই সারাদেশে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে তৃতীয় সপ্তাহের মত এই খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন গ্রীন ভয়েসের সেচ্ছাসেবী সবুজ বন্ধুরা।
আরপি/ এআর
আপনার মূল্যবান মতামত দিন: