রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

ত্রাণ তহবিলে এক টন চাল ও ২০০ কেজি আলু দান জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের


প্রকাশিত:
৩ মে ২০২০ ২৩:৫৫

আপডেট:
২ মে ২০২৪ ১১:১৭

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে এক টন চাল ও ২০০ কেজি আলু দিয়েছে জাফর ইমাম টেনিস কমপ্লেক্স।

রোববার বিকেলে নগরভবনে মেয়রের নিকট এই অনুদান হস্তান্তর করেন জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হুদা দুলু, ভাইস চেয়ারম্যান ও রাসিকের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক ও নির্বাহী সদস্য শাহাদত হোসেন।

এ সময় করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় জাফর ইমাম টেনিস কমপ্লেক্স কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।

 

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top