দুর্গাপুরে প্রতিবন্ধী জাহালামের বাড়ির রাস্তা খুলে দিলেন ওসি

রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের শালঘরিয়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী জাহালাম। নিজ বাড়িতে পাঁচ ভাই ও পরিবারের অন্য সদস্যদের সাথে তাঁর বসবাস। গেল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জমি-জমা নিয়ে বিরোধের জেরে তাঁর বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা বন্ধ করে দেন প্রতিপক্ষ প্রতিবেশীরা। ফলে বাড়িতে আটকা পড়েন প্রতিবন্ধী জাহালাম ও তাঁর পরিবার।
ঘটনার পর আশেপাশের মানুষের সহযোগিতা না পেয়ে নিরূপায় ছিলেন জাহালাম ও তাঁর পরিবার। তবে বিষয়টি জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘প্রতিবন্ধীর রাস্তায় বেড়া দিল’ শিরোনামে স্ট্যাটাস দেন জাহালামের প্রতিবেশী একজন যুবক।
তাঁর ওই ফেসবুক পোস্ট প্রশাসনের নজরে আসলে দ্রুত সেখানে ছুটে যান দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা। শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ঘটনাস্থলে গিয়ে জাহালামের বাড়িতে যাতায়াতের রাস্তা খুলে দেন ওসি।
জানা গেছে, প্রতিবন্ধী জাহালামের পরিবারের সাথে তাদের প্রতিবেশী জমসেদের অনেক দিন আগে থেকেই জমাজমি সংক্রান্ত বিবাদ চলছিলো। সেই জেরে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জমসেদ প্রতিবন্ধী জাহালামের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেন।
ফলে জাহালামসহ তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হতে পারছিলেন না। তবে ওসি ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের কথা শুনে রাস্তা খুলে দেন এবং জাহালাম ও তার পরিবারের যাতায়াত স্বাভাবিক করে দেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা বলেন, ‘ঘটনাটি খুবই অমানিবক। আমি শোনার পরপরই ঘটনাস্থলে গিয়ে প্রতিবন্ধীসহ তাদের পরিবারের যাতায়াতের বন্ধ রাস্তা খুলে দিয়েছি।’
ওসি আরো বলেন, ‘তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এনিয়ে প্রতিপক্ষরা রাস্তা বন্ধ করার মতো ঘটনা ঘটিয়ে ছিল।’ ভবিষ্যতেও প্রতিবন্ধী জাহালামের বিষয়ে খোঁজখবর রাখবেন বলেও জানান ওসি খুরশীদা বানু কনা।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: