রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

রাজশাহী

এর আগে ডিসিসহ কয়েকজন ইউএন ‘র মোবাইল নম্বর ক্লোন করা হয়


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৯

আপডেট:
৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৬

ওসি ফেসবুক প্রোফাইল

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। হ্যাকের পর সেই আইডি থেকে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবি করা হয়। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ওসি। বুধবার তার আইডি হ্যাক করা হয়। 

এর আগে রাজশাহী জেলা প্রশাসক, তানোর থানার ওসি, পুঠিয়া ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল নম্বর ক্লোন করা হয়। পরে সেই নম্বর থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির নিকট থেকে চাঁদা দাবি করা হয়। পরে ক্লোনের বিষয়ে ডিসি থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু এ পর্যন্ত কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

ফেসবুক আইডি হ্যাকের বিষয়ে ওসি জিল্লুর রহমান বলেন, আমার ছবি ব্যবহার করে কে বা কারা আমার বন্ধুদের কাছে টাকা চাচ্ছে। দয়া করে কেউ টাকা দিবেন না। সবাইকে আমার ফেক আইডিতে রিপোর্ট করার জন্য অনুরোধ করছি। এনিয়ে তিনি তার ফেসবুক প্রোফাইলে ইংরেজিতে একটি পোস্ট দেন।

ওসির সেই পোস্টের কমেন্টে সেকশনে অনেকেই মন্তব্য করেন। সাইফুল আজম সজল নামের একজন মন্তব্য করেন, ‘এই বদমাইশ আমার কাছেও বিকেলে বিকাশে ৩০০০ টাকা চেয়েছে! যার স্ক্রিনশট আমি এখানে দিলাম এবং প্রকৃত আইডির অধিকারী officer-in-charge কাটাখালি থানা, তার সঙ্গে আমি কথা বলেছি! আমি আশা করবো একজন ওসির আইডি যারা হ্যাক করতে পারে, তাদের হাত কত বড় শক্ত !তাই আমি ওসি জিল্লুর সাহেবকে বলব এই সংঘবদ্ধচক্রকে ধরতে পারেন কিনা!’

এর আগে, আগস্ট মাসের শেষ দিকে ও চলতি মাসে রাজশাহী জেলা প্রশাসক, তানোর থানার ওসি, পুঠিয়া ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করা হয়। পরে সেই নম্বর থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির নিকট থেকে চাঁদা দাবি করা হয়। ডিসির নম্বর ক্লোন করে গোদাগাড়ী ও বাগমারা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে এক লাখ টাকা করে টাকা দাবি করা হয়।

পরে ক্লোনের বিষয়ে ডিসি থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু এ পর্যন্ত কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

 

স/শা



আপনার মূল্যবান মতামত দিন:

Top