আরএমপি’র অভিযানে আটক ৮, মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনব্যাপী নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানা ও ডিবি পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃত দুই জনের কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নগর পুলিশের বোয়ালিয়া মডেল থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে। এদের মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, নজরুল ইসলামকে (৩৩) চন্দ্রিমা থানা পুলিশ ৪ গ্রাম হেরোইন ও মো. আসাদ শেখকে (৪০) ডিবি পুলিশ ১০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে নগর পুলিশ।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: