রাজশাহীতে
উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
বুধবার সকাল ১০ টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় আদিবাসী পরিষদের আহ্বায়ক সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস ও প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার উপস্থিতিতে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
আরপি/এমএইচ
বিষয়: আদিবাসী ফজলে হোসেন বাদশা
আপনার মূল্যবান মতামত দিন: