রাজশাহী শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২

এলাকাবাসীর ক্ষোভ দুর্গাপুরে সরকারি ড্রেন বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ


প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২০ ২১:৪৫

আপডেট:
২ মে ২০২৫ ১৬:৩৫

 

দুর্গাপুরের বেলঘরিয়া গ্রামের হিন্দুপাড়ায় পানি নিষ্কাশনের সরকারি ড্রেন বন্ধ করে হেমন্ত কুমার নামের এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক পাকা বাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে পড়ায় হিন্দু পল্লির লোকজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হেমন্ত উপজেলার বেলঘরিয়া হিন্দুপাড়ার মৃত অনন্ত কুমারের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় সাড়ে ৩বছর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে (এলজিএসপি) বাস্তবায়নে উপজেলার বেলঘরিয়ার হিন্দু পাড়ায় পৃথক দুই স্থানে প্রায় ৬৬ফুট পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা করা হয়। এই ড্রেনেজ ব্যবস্থার ফলে বর্ষাকালে হিন্দুপাড়ার ১৫-২০টি পরিবারের পানি ড্রেন দিয়ে বিলে নেমে যায়। হঠাৎ করে গত দুই তিন আগ থেকে হিন্দু পাড়ার বাসিন্দা হেমন্ত কুমার কারো সাথে আলোচনা না করে সরকারি ড্রেন ভেঙে দিয়ে তার উপর পাকা বাড়ি নির্মাণ কাজ শুরু করেন।

এতে হিন্দুপাড়ার লোকজন পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে বাড়ি নির্মাণে বাধা প্রয়োগ করেন। এ সময় উল্টো হেমন্ত কুমারই তাদের হুমকি-ধামকি দেন। পরে তিনি কারো কথায় পাত্তা না দিয়ে জোরপূর্বক ড্রেন ভেঙে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় হিন্দুপাড়ার লোকজনদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

পানানগর ইউনিয়ন পরিষদের চেযারম্যান আজাহার আলী খাঁ জানান, বেলঘরিয়ার হিন্দুপাড়ার লোকজন আমাকে এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যার জানিয়েছি। এছাড়াও ওখানকার ইউপি সদস্যের সাথে কথা হয়েছে। ঘটনান্থলে গিয়ে জনস্বার্থে যে করলে ভাল হয় তাই করা হবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা বলেন, বেলঘরিয়া হিন্দুপাড়া এক ব্যক্তি পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দিয়েছে, এমন একটি অভিযোগ পেয়েছি। আমি বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ডেকে জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। যাতে একক কোন ব্যক্তির কারণে একাধিক পরিবারের কোন ক্ষতি না হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানই আমাকে সরেজমিন তদন্ত করে জানাবেন বলে জানান ইউএনও।

 

আরপি/ এআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top