করোনা উপসর্গ ছাড়াই বেড়া উপজেলা প্রশাসনের এক কর্মচারীর মৃত্যু

কোন উপসর্গ ছাড়াই বুধবার দুুপুরে পাবনার বেড়ায় উপজেলা প্রশাসনের এক কর্মচারী মারা গেছেন। মৃত ব্যক্তি হলেন বেড়া উপজেলা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আনোয়ার হোসেন (৪৮)।
তার বাড়ি সুজানগর উপজেলার বনকোলা গ্রামে। আনোয়ার হোসেনের সহযোগী চার কর্মকর্তা কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী জানান, আনোয়ার হোসেন উপজেলা প্রশাসনের হোস্টেলে বসবাস করতেন, বুধবার বেলা দুইটার দিকে হঠাৎ করে তিনি হোস্টেলে অসুস্থ হয়ে পড়েন।
সঙ্গে সঙ্গে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান। করোনা বা কোন রোগে আক্রান্তের কোনও লক্ষণ নেই, সম্পূর্ণ সুস্থ মানুষ। তাই তার মৃত্যুতে শংকিত হয়ে পড়েছে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা বলে উল্লেখ করেন ইউএনও।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সরদার মিলন মাহমুদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগে আনোয়ার মারা যাওয়ার কারণে তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা যায়নি। তবে কোভিড-১৯ পরীক্ষার জন্য তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান ডা. মিলন।
আরপি/ এমবি
বিষয়: পাবনা বেড়া এক কর্মচারীর মৃত্যু
আপনার মূল্যবান মতামত দিন: