বাগমারায় অসহায়-কর্মহীনদের খাদ্য সহায়তা দিলো সান্টু
রাজশাহীর বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টুর ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা পেল ১৮০ পরিবার। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়,দুস্থ,হতদরিদ্র, বয়োবৃদ্ধ নারী- পুরুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
বুধবার বেলা ২ টার দিকে উপজেলা সদর রাণী রিভারভিউ স্কুল মাঠে ১৮০ পরিবারে খাদ্য সামগ্রী হিসাবে চাল তুলে দেন তিনি। এ সময় চলমান করোনা পরিস্থিতিতে দল-মত নির্বিশেষে কর্মহীন-অসহায় মানুষদের পাশে সকলকে দাঁড়ানোর উদাত্ত আহবান জানান।
খাদ্য সহায়তা প্রদান কালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান, যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, ভবানীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ফেরদৌস প্রামানিক, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাসুপাড়া ইউনিয়ন ০২ ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মুনজুর রহমান,আওয়ামীলীগ নেতা নূর মোহামাম্মাদ , যুবলীগ নেতা রেজাউল করিম রেজু, ছাত্রলীগ নেতা জেবাল আহম্মেদ,সাজেদুর রহমান,ডালিম, সাগর সহ স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরপি/ এমবি
বিষয়: বাগমারা খাদ্য সহায়তা সান্টু
আপনার মূল্যবান মতামত দিন: