রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

মেয়রের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা প্রদান


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২০ ০৫:৫৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২০ ০৬:০১

মেয়রের ত্রাণ তহবিলে রামেকের ডেন্টাল ইউনিট ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।


রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ তহবিলে নগদ অর্থ অনুদান দিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। মঙ্গলবার নগর ভবনে মেয়রের হাতে সহায়তার অর্থ তুলে দেন তারা।

মেয়রের ত্রাণ তহবিলে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। 

রাজশাহী চিকিৎসা মহাবিদ্যালয়ের লিভার রোধ বিশেষজ্ঞ ডা. মোঃ হারুন অর রশীদ মেয়রের ত্রাণ তহবিলে ৪০ হাজার টাকা অনুদান দিয়েছেন। রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক অনুদান দিয়েছেন ২০ হাজার টাকা।

লিভার রোধ বিশেষজ্ঞ ডা. মোঃ হারুন অর রশীদ মেয়রের ত্রাণ তহবিলে অনুদান দিচ্ছেন

 

এছাড়া ব্র্যাক ব্যাংকের রাজশাহীর ম্যানেজার আজগর হোসেন ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন।

ব্র্যাক ব্যাংকের রাজশাহীর ম্যানেজার আজগর হোসেন ব্যক্তিগত তহবিল থেকে  অনুদান দিচ্ছেন

এ সময় করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top