রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

করোনাঃ গোদাগাড়ীতে এক'শ প্রতিবন্ধীর মাঝে আর্থিক সহায়তা প্রদান


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২০ ০২:৪৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৬:৫৩

ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে করোনা সঙ্কট মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০ জন প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।


মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহায়তায় সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০ জন প্রতিবন্ধীর পরিবারের মাঝে ১ হাজার করে নগদ টাকা তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রাসেদুজ্জামান, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম প্রমুখ।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, তাদের এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। উপজেলায় আরও যারা প্রতিবন্ধি আছে তাদের তালিকা চলছে সুযোগ আসলে পর্যায়ক্রমে দেওয়া হবে।

নিজের পকেট ভর্তি করতে এখানে আসিনি জনগণের সেবা করতে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত উপজেলার এ প্রান্ত থেকে ঔ প্রান্ত ছুটে বেড়াচ্ছি। যাতে করে কোন অসহায় মানুষ না খেয়ে থাকতে হয়।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top