রাজশাহীতে মিষ্টি কুমড়ার ট্রাকে ৪৭৪ বোতল ফেনসিডিল
রাজশাহীতে মিষ্টি কুমড়ার ট্রাক থেকে ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।রোববার রাতে র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জেলার গোদাগাড়ী উপজেলা সদরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকচালক সেলিম রেজা ইসমাইল (৩২) ও তার সহকারী আতিকুল ইসলাম (৩২)। তাদের দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
র্যাব-৫-এর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোদাগাড়ী উপজেলার ভাইংপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সেই সঙ্গে তিনটি মোবাইল, চার হাজার ৪০০ কেজি মিষ্টি কুমড়া ও একটি ট্রাক জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে মাদক কারবারে নিজেদের জড়িত থাকার দায় স্বীকার করেন দুইজন। পরে এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা করা হয়।
আরপি/ এমবি
আপনার মূল্যবান মতামত দিন: