রাজশাহী শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২

মোহনপুরে করোনায় আক্রান্ত বৃদ্ধের স্বজনদের নমুনা সংগ্রহ


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২০ ২৩:১৮

আপডেট:
৩ মে ২০২৫ ০৪:১৮

রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের নওনগর গ্রামের করোনা ভাইরাসে আক্রান্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বৃদ্ধ মুনছুর রহমান (৮৪) এর পরিবারের জনদের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় ওই এলাকায় গিয়ে করোনায় আক্রান্ত বৃদ্ধ মুনছুর রহমানের স্ত্রী, ছেলে, ছেলের বৌ, থেলাসেমিয়া রোগে আক্রান্ত নাতি, এসএসসি পরীক্ষার্থী ভাতিজা, সহ রোগীর সংস্পর্শ হওয়া মোট ৬ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য কমপ্লেক্সের টিম।

সংগ্রহকৃত নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আরিফুল কবির জানান, গত ২৫ এপ্রিল করোনা আক্রান্ত বৃদ্ধ মুনছুর রহমান (৮৪) নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরীতে পাঠানো হয়। ২৬ এপ্রিল প্রাপ্ত ফলাফলে তার করোনা ধরা পড়ে। তিনি আরো জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক তাকে বাড়ীতে রাখা হয়েছে। তার শারিরিক অবস্থা ভাল আছে।

এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ীতে যাতায়াতের সংস্পর্শ ব্যক্তির ঘরবাড়ি লকডাউন করা হয়েছে। অবস্থা গুরুতর না হওয়ায় তাকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পরিবারের সকল সদস্যসহ যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। নমুনার ফলাফল হাতে এলে নিশ্চিত হওয়া যাবে ওই পরিবারসহ সংস্পর্শে আসা আর কেউ করোনায় আক্রান্ত কিনা।

তাদের পরিবারের কারো খাদ্য ও চিকিৎসা সেবার প্রয়োজন হলে উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি ও উপজেলা স্বাস্থ্য কর্র্মকতাকে মোবাইলে জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য,তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত কারণে কাশি ও বুকের ব্যাথায় ভুগছিলেন। গত ১৯ এপ্রিল সন্ধ্যায় তার শরীর খারাপ করলে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তারগণ তাকে ৩৯ নং ওয়ার্ডে (করোনা ওয়ার্ডে) ভর্তি করে।

এরপর তার এক্সরে ও ইসিজি করার পর শারীরিক অবস্থা ভাল জানিয়ে তাকে গত ২১ এপ্রিল দুপুরে ছুটি দিলে পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে আসে। পরবর্তীতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে গত ২৫ এপ্রিল পরিবারের লোকজন তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা পরিবার ২৫ এপ্রিল শনিবার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ২৬ এপ্রিল পরীক্ষায় তার করোনা ধরা পড়ে।

 

আরপি/এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top