রাজশাহী শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২

পাঁচবিবিতে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২০ ০২:১২

আপডেট:
২৬ এপ্রিল ২০২০ ০২:৩০

প্রতীকী ছবি

যৌতুকের দাবিতে জয়পুরহাট পাঁচবিবি উপজেলায় বিথী আক্তার নামে একগৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। জানা গেছে, শনিবার সকালে উপজেলার বাকিলা গ্রামে বিথী আক্তার নামে ওই গৃহবধূকে বেধড়ক পেটায় স্বামী মোস্তাফিজুর রহমান। এতে ঘটনাস্থলেই গৃহবধূর মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শারীরিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top