দুর্গাপুরে কাঁধে করে আদিবাসী পল্লিতে ত্রাণ পৌঁছে দিলেন চেয়ারম্যান ও ইউএনও

ত্রাণ কাঁধে নিয়ে মেঠোপথ পেরিয়ে আদিবাসী পল্লিতে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা দুর্গাপুরের নওপাড়া ইউনিয়নের পুরানতাহির গ্রামের এ ত্রাণ সহায়তা পৌঁছে দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা বেলাল হোসাইন বলেন, উপজেলার পুরানতাহির গ্রামে টং ঘর করে ১৩টি পরিবার বসবাস করছেন। এখানে তারা দিনমজুরের কাজ করে কোন রকমে সংসার চালান। করোনা ভাইরাসের কারণে গত ক’দিন থেকে তাদের দিনমজুরের কাজও বন্ধ। কাজ বন্ধ হওয়ায় ও বাইরে বের হতে না পেরে খাদ্য সংকটে পড়েন আদিবাসী পল্লীর বাসিন্দারা।
মঙ্গলবার দুপুরে আদিবাসী ওই ১৩টি পরিবারে ত্রাণ পৌছানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা-সহ উপজেলার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
ইউএনও মহসীন মৃধা জানান, ভাসমান ভাবে বসবাস করছিলো আদিবাসী পল্লীর বাসিন্দারা। তারা এখানে স্থায়ী না হওয়ায় ও নিজ এলাকায় না থাকায় সরকারি ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত ছিলো। সাম্প্রতিক সময়ে তারা কিছুটা খাদ্য সংকটে পড়েছিলেন। বিষয়টি জানতে পেরে মানবিকতার জায়গা থেকে তাদের কাছে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি।
আরপি/এএন
আপনার মূল্যবান মতামত দিন: