গোদাগাড়ীতে ১১ নমুনার ফল নেগেটিভ, ল্যাবে আরও ২ নমুনা

গোদাগাড়ী উপজেলা থেকে করোনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো ১১টি নমুনার ফল পাওয়া গেছে। সকল পরীক্ষার ফলাফল নেগেটিভ। গতকাল সোমবার আরও ২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবু তালেব।
সোমবার (২০এপ্রিল) পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে পাওয়া যায়, গোদাগাড়ী উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে মোট ২৬৯ জন। এছাড়াও কাঁকনহাট পৌরসভায় ৩৮ জনকে হোম কোয়ারেন্টানে রয়েছে।
ডাঃ আবু তালেব বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নাই। গোদাগাড়ীবাসীর জন্য সুখবর এখন পর্যন্ত উপজেলায় একজনেরও করোনার নমুনায় পজেটিভ আসেনি। আমরা বাড়ী বাড়ী গিয়ে এসব নমুনা সংগ্রহ করি। সুস্পষ্ট উপসর্গ মিললেই আমার বাড়ী থেকে যে কোন রোগীর নমুনা সংগ্রহ করবো।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক গোদাগাড়ীবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করে বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ বিনাপ্রয়োজনে বাড়ীর বাইরে বের হচ্ছে এবং অবাধে চলাফেরা করছে। ঢাকা নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে যারা এসেছে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। তথ্য গোপন করে অনেকে বাইরে ঘুরাফেরা করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। অনেক ঝুকির মধ্যেও আমরা এবং আইন শৃংখলাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা গুরুত্বের সাথে কাজ করার জন্য সর্বদা মাঠে রয়েছে। আপনাদের সহযোগীতা পেলেই সঠিকভাবে করোনা প্রভাব মোকাবেলা করা সম্ভব।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: