রাজশাহী শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২

মোহনপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২০ ০৫:৪৩

আপডেট:
৩ মে ২০২৫ ০৪:৪৯

 

রাজশাহীর মোহনপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারী ছুটি চলছে। বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার। ঘরে থাকা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে বেসরকারী টিভি চ্যানেল আরটিভি লাবিম গ্রুপের সহায়তায় বিভিন্ন রকমের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় মোহনপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় চত্বরে ১৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ কেজি চাল, ২ কেজি আটা, তেল, ডাল, ১ কেজি খেজুর, চিনি, দুধ, মুড়ি, লবন সাবান বিতরণ করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- মোহনপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার (তপন), প্রধান শিক্ষক শারমিন আক্তার, সহকারী শিক্ষক আম্বিয়া খাতুন, জুনিয়র শিক্ষক সামিরা খাতুন, শিক্ষা সহকারী কিসমত জাহান, নাজমুন নাহার, হাবিবা খাতুন, রন্জুসহ শিক্ষার্থী অভিভাবকগণ।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top