রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

গোদাগাড়ীতে ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২০ ০৩:৫২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:৫১

ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে বাবা এবং দুই ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মাইনুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পালপুর এলাকায় এ ঘটনা ঘটে। গোদাগাড়ী মডেল থানার ওসি খায়রুল ইসলাম ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় নিহত মাইনুলের সাথে তার বাবা সাবদুল ইসলামের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সাবদুল এবং তার আরও দুই ছেলে হাসিবুল ও লিটন তর্কবিতর্কের সাথে যুক্ত হয়।

এসময় মাইনুলকে তারা লাঠি এবং ধারালো হাঁসুয়া দিয়ে আঘাত করেন।তাদের আঘাতে মাইনুল গুরুতর আহত হলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে মাইনুলকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই নিহত মাইনুলের বাবা এবং দুই ভাই বাড়ি থেকে পালিয়েছেন। তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। নিহত মাইনুলের ময়না তদন্তের পর এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top