মোহনপুরে গার্মেন্টসকর্মী মহিলার করোনা শনাক্ত

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হরিদাগাছী গ্রামের এক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন। গত (৯ এপ্রিল) নারায়নগঞ্জ থেকে ওই গার্মেন্টসকর্মী মহিলা তার গ্রামের বাড়ি মোহনপুরে আসেন। এরপর তিনি করোনা উপসর্গে ভুগছিলেন।
খবর পেয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিবার কল্পনা কর্মকর্তা টিএসও ডা. আরিফুল কবির গতকাল বুধবার তার রক্তের নমুনা সংগ্রহ করেন। পরে তা রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার বিকেলে তার রক্তে করোনা পজেটিভ ধরা পড়ে।
এদিকে, মোহনপুরে ওই মহিলার বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি এলাকায় মাইকিং করে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরপি/এএন
আপনার মূল্যবান মতামত দিন: