রাজশাহী সীমান্তে বিএসএফ’র রাবার বুলেট
আহত ১০, প্রতিবাদে বিএসএফকে বিজিবি’র চিঠি
রাজশাহীর খানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র রাবার বুলেটে অন্তত ১০ বাংলাদেশী আহত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে সীমান্তের ১৬৩/১ নম্বর পিলারের কাছে এঘটনা ঘটে। এঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন রাজশাহী বিজিবি’র ১ ব্যাটেলিয়নের পরিচালক।
স্থানীয়রা জানান, সীমান্তের ১৬৩/১ এস পিলারের কাছে বাংলাদেশের ভেতরে ফসলের জমিতে কাজ করছিলো এদেশের শ্রমিকরা। এসময় ট্রাকে করে এসে বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে শর্টগান দিয়ে এলোপাথাড়ি রাবার বুলেট ছুঁড়ে। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়। আহতরা হলো-রুবেল, ডলার, জতু, সুরুজ, সুজন, সুমন, সোহেল, রুমন, রবিউল ও দুলাল। এসময় আতঙ্কিত হয়ে তারা কৃষি যন্ত্রপাতি ফেলে দৌড়ে গ্রামে চলে আসে।
পরে আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে রাজশাহী শহরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত সীমান্তে আহত কোনো ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়নি।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন রাজশাহী বিজিবি’র ১ ব্যাটেলিয়নের পরিচালক লে কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ। তিনি জানান, সীমান্ত এলাকায় ঘাস কাটতে যায় কয়েকজন বাংলাদেশী। এসময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়ে। এতে অন্তত ৪ জন বাংলাদেশী আহত হয়েছে।
এঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফ‘র কলাবাগান ক্যাম্প কমান্ডারকে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।
আরপি/এসআর
বিষয়: রাজশাহী সীমান্ত বিজিবি বিএসএফ গুলি আহত
আপনার মূল্যবান মতামত দিন: