রাজশাহী রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২

রাজশাহীতে এক ব্যক্তির করোনা শনাক্ত


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২০ ০১:৪৫

আপডেট:
১৩ এপ্রিল ২০২০ ০১:৪৬

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলার জিউপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বগুড়াপাড়া গ্রামে কয়েকদিন আগে নারায়নগঞ্জ থেকে ওই ব্যক্তি তার গ্রামের বাড়ি আসেন। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

গতকাল শনিবার তার রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়। শেষে আজ রোববার বিকেলে তার রক্তে করোনা পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত হলো।

এদিকে,পুঠিয়ার ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি এলাকায় মাইকিং করে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্ত অলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top