অসহায় মানুষের পাশে ফাইট এগেনেস্ট কোভিড-১৯ গ্রুপ

সারা পৃথিবীকে ভয়াবহ করোনা ভাইরাস কোভিড-১৯ গ্রাস করে ফেলেছে। এক অনুজীবের কাছে সারা পৃথিবী যখন বন্দি তখন সবচেয়ে বেশি বিপদে পড়েছে সমাজের খেটে খাওয়া অসহায় মানুষজন। এদের সাহায্যের জন্য সারাদেশে সরকারিভাবে এবং ব্যক্তিগতভাবেও নানা উদ্যোগ নেয়া হয়েছে।
‘মানুষ মানুষের জন্য’ এই বিষয়কে সামনে রেখে সারাদেশের মত রাজশাহীতে ফাইট এগেনেস্ট কোভিড-১৯ ফেসবুক গ্রুপের বেশ কিছু তরুণ এগিয়ে এসেছে শহরের অসহায় মানুষদের কাছে উপহার সামগ্রী নিয়ে।
এখন পর্যন্ত প্রায় ২০০ এর বেশি পরিবারের কাছে উপহার পৌঁছে দিয়েছে ফাইট এগেনেস্ট কোভিড-১৯ রাজশাহী ফেসবুক গ্রুপ। এই উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, আধা লিটার তেল এবং একটি করে সাবান।
এছাড়াও এই ফেসবুক গ্রুপের পক্ষ থেকে মোবাইল কলের মাধ্যমে ফ্রি মেডিকেল চিকিৎসা দেয়া হচ্ছে প্রতিনিয়ত।
নাম প্রকাশে অনিচ্ছুক ফাইট এগেনেস্ট কোভিড-১৯ ফেসবুক গ্রুপের এডমিনরা বলেন, দেশের এই ক্রান্তিকালে অসহায় মানুষদের কাছে কিছু উপহার দিতে পেরে আমরা আনন্দিত। আমরা ধারাবাহিকভাবে সামনে আরো কাজ করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, রাজশাহীতে ফাইট এগেনেস্ট কোভিড-১৯ ফেসবুক গ্রুপের মাধ্যমে সবসময় বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আপডেট করা হয়। রাজশাহীর বিভিন্ন পেশার মানুষজন এতে উপকৃত হচ্ছেন।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: