রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া নিয়ে রোগীর মৃত্যু


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২০ ০২:৩৯

আপডেট:
১০ এপ্রিল ২০২০ ০৫:০৪

ছবি:সংগৃহিত

 

করোনার উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, ডায়রিয়া নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক ব্যক্তি মারা গেছেন। আজ (৯ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম সুলেমান আলী। তার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নে।

এবিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়া নিয়ে রামেকে ভর্তি হন সোলাইমান। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশনে রাখা হয়। আইসোলেশনে থাকা অবস্থায় ভোররাতের দিকে তার মৃত্যু হয়। এসময় তার নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে, বিকেলে সংগৃহিত নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাতে মৃত ব্যক্তি করোনা নেগেটিভ বলে জানান রামেক উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top