গোদাগাড়ীতে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের প্রভাবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রেলগেট বাইপাস এলাকার কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউপি সদস্য সেতাবুর রহমান বাবু।
বৃহস্পতিবার দিনব্যাপী রেলগেট এলাকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ কেরেছেন।
এদিকে মাটিকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সেতাবুর রহমান বাবু বলেন, আমার নির্বাচনী এলাকায় নিম্ন আয়ের মানুষ বেশী তবে সরকার কর্তৃক যে পরিমান বরাদ্দ ছিল সেটার সুষ্ঠ বন্টন করার পরেও যারা পাইনি তাদের আমি নিজস্ব অর্থায়নে প্রায় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিলাম। প্রয়োজন হলে আরও দিব।
আরপি/ এআর
আপনার মূল্যবান মতামত দিন: