মোহনপুরে করোনা পরিস্থিতি পরিদর্শনে ব্রিগেডিয়ার আনিসুর

রাজশাহীর মোহনপুরে করোনা সংক্রমণরোধে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান। তিনি ৯৩ বগুড়া সাঁজোয়া ব্রিগ্রেড কমান্ডার। বুধবার দুপুরে লকডাউনে থাকা জাহানাবাদ ইউনিয়নের পাকুড়িয়া হাটসহ উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন সেনাবাহিনীর ৪০ ইষ্টবেঙ্গল বগুড়া অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইদুর ইসলাম, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন প্রমূখ।
এদিকে, মোহনপুর ও বাগমারা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার লেফটেন্যান্ট এস কে আরমানের নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলার পাকুড়িয়া হাটে সবজি কিনতে আসা জনগনের মাঝে সচেতনতা তৈরী ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য মাইকিং কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এসময় বাজারের দোকানগুলির সামনে সেনা সদস্যরা ৩ ফুট পর পর গোল দাগ দিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয় করতে দোকানদারদের নির্দেশনা দেয়।
এর বাইরেও বাজারে আগত বিভিন্ন যানবাহনে জীবানুনাশক স্প্রে, মোটর সাইকেলে দুইজন না বসা, ভ্যান ও বিভিন্ন যানবাহনে নিরাপদ দুরত্ব বজায় রেখে যাতায়াত করা, বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, কাজ শেষে দ্রুত বাড়ি ফেরা, মাস্ক পরিধান করে রাস্তাঘাটে চলাচল, বিদেশ হতে আগত প্রবাসীদের বাড়ীতে গিয়ে খোঁজখবর নেওয়া অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

এছাড়াও জন সমাগম বন্ধে উপজেলার বিভিন্ন হাট-বাজারে টহল, বাড়ীতে ও ভ্রাম্যমান করে চা বিক্রয়সহ জনসমাগম রোধে পুলিশের পাশাপাশি জনসচেতনতায় সকাল থেকে সেনা সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আরপি/ এএন
বিষয়: মোহনপুরে করোনা পরিস্থিতি পরিদর্শনে ব্রিগেডিয়ার আনিসুর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাইদুর ইসলাম
আপনার মূল্যবান মতামত দিন: