রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১

মোহনপুরে করোনা সন্দেহে আরও ৪ জনের নমুনা সংগ্রহ


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২০ ০৪:০৯

আপডেট:
৯ এপ্রিল ২০২০ ০৫:৩৩

প্রতীকি ছবি
 
রাজশাহীর মোহনপুরে করোনা ভাইরাস উপসর্গ সন্দেহে ২ জন পুরুষ ও ২ জন মহিলার নমুনা সংগ্রহ করা হয়েছে। পুরুষদের একজনের বয়স ৬০ বছর ও অন্য জনের ২৮ বছর। আর মহিলাদের একজনের ৭০ বছর ও অন্য জনের ১৮ বছর। এ নিয়ে মোহনপুরে নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়ালো সাতে।
 
বুধবার দুপুরে তাদের নমুনা সংগ্রহ করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন। নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার  তারা করোনায় আক্রান্ত কিনা তা জানা যাবে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুল কবির বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
জানা যায়,তারা উপজেলার স্থায়ী বাসিন্দা এলাকাতেই  বসবাস করেন ১৫-২০ দিন ধরে হাঁচি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সামাজিক সুরক্ষার কারণে তাদের নাম ঠিকানা জানানো হয়নি। পরীক্ষার পরে যদি কেউ করোনায় আক্রান্ত হয় তাহলে তাদের নাম ঠিকানা প্রকাশসহ আক্রান্তদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশনে রাখা হবে এবং ওই এলাকা লকডাউন  করা হবে বলে জানা গেছে।
 
 
আরপি/ এএন


আপনার মূল্যবান মতামত দিন:

Top