রাজশাহী রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২

দুর্গাপুরে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২০ ০৩:৫৬

আপডেট:
৯ এপ্রিল ২০২০ ০৪:০০

 

রাজশাহীর দুর্গাপুরে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সিংগা বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

পুলিশের হাতে আটকৃতরা হলেন পুঠিয়া উপজেলার ধোপা পাড়া গ্রামের ওহাব আলীর পুত্র মো : আলতাব হোসেন (৩৮) ও আমজাদ আলীর পুত্র আব্দুল্লাহ (১৯)।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, বেলা ১১টার দিকে পুঠিয়া থেকে ওই মাদক কারবারিরা দূর্গাপুরের দিকে আসছিল। এসময় সিংগা বাজারের জিয়া চত্বরের কাছে আসলে পুলিশ তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে তাদের শরীর তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু কনা জানান, ওই দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। সেই সাথে তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হবে। আর মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top