রাজশাহী রবিবার, ৪ঠা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২

দুর্গাপুরে করোনা সন্দেহে ৫ জনের নমুনা সংগ্রহ, দুই জনের নেগেটিভ


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২০ ০৩:৩৫

আপডেট:
৪ মে ২০২৫ ০৫:২৫

 

রাজশাহীর দুর্গাপুরে করোনা সন্দেহে বুধবার আরো এক ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তার বাড়ি উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের বড়ইল গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান।

তিনি বিলেন, এ নিয়ে উপজেলা থেকে মোট ৫ জনের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে গত রোববার উপজেলার মাড়িয়া ইউনিয়ন থেকে যে দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল, ওই দুই ব্যক্তির নমুনা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পরীক্ষার পর করোনা ভাইরাস নেগেটিভ এসেছে।

এছাড়াও গত মঙ্গলবার উপজেলার ঝালুকা ইউনিয়ন থেকে আরো দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। ওই দুই ব্যক্তির নমুনা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আগামী কাল বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার রেজাল্ট জানা যাবে। সেই সাথে তাকে ও তার পরিবারকে হোমকোয়ারান্টাইনে থাকার নিদের্শনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করতে যে সমস্ত উপকরণ প্রয়োজন হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেগুলো আমাদের সরবরাহ করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন লক্ষণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তি উপস্থিত হয়ে অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করলে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হবে।

হটলাইন নাম্বার গুলো হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ০১৭৬২৮৬৫৬১৬, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএস) ০১৭৩০১৮৮৫৫২। এছাড়াও হাসপাতালের জরুরী বিভাগের নাম্বারে যোগাযোগ করা যাবে।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top