পুঠিয়ায় করোনা প্রতিরোধে আসাদের পক্ষে যুবলীগ নেত্রী সুরাইয়ার লিফলেট বিতরণ

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদের পক্ষে পুঠিয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া ৩১ দফা নির্দেশনার লিফলেট বিতরণ করেছেন উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি সুরাইয়া আকতার।
বুধবার তিনি পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর, ডাঙাপাড়া, সরিষাপাড়াসহ বিভিন্ন এলাকায় এসকল লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, নারী ইউপি সদস্য আলেয়া বেগম, পুঠিয়া দুর্গাপুর উপজেলার ছাত্রকল্যান সমিতির সভাপতি হাসিবুল হাসান শান্ত প্রমুখ।
যুবলীগ নেত্রী সুরাইয়া আকতার বলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদের পক্ষে পুঠিয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করতেই তার এই প্রচেষ্টা।
তিনি বলেন, করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হতে। এই ক্রান্তিকালে অনেক মানুষ কষ্টে জীবন যাপন করছে। অসহায় এই মানুষদের প্রতি সহযোগিতায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ ভাই। এছাড়াও তিনি করোনা প্রতিরোধে সবাইকে সরকারি নিদের্শনা মেনে চলার অনুরোধ করেন।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: