রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

মোহনপুরে করোনা সন্দেহে ৩ জনের নমুনা সংগ্রহ


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২০ ০৫:০৫

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৪:৫৩

 
রাজশাহীর মোহনপুরে করোনা ভাইরাস আক্রান্তের উপসর্গ থাকায় ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের নমুনা সংগ্রহ করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন। এদের মধ্যে একজন ৫৫ বছরের পুরুষ, ১৭ বছরের এক কিশোরী ও ৬ বছরের এক বাচ্চা রয়েছে।
 
নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে। আজ বুধবার তারা করোনায় আক্রান্ত কিনা তা জানা যাবে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুল কবির মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।
 
জানা যায়, তারা উপজেলার স্থায়ী বাসিন্দা। এলাকাতেই  বসবাস করেন। ৮/১০ দিন ধরে হাঁচি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সামাজিক সুরক্ষার কারণে তাদের নাম ঠিকানা জানানো হয়নি। পরীক্ষার পরে যদি কেউ করোনায় আক্রান্ত হয় তাহলে তাদের নাম ঠিকানা প্রকাশসহ আক্রান্তদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশনে রাখা হবে। এছাড়াও ওই এলাকালক ডাউন করা হবে।
 
 
আরপি/ এএন


আপনার মূল্যবান মতামত দিন:

Top