দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহ শুরু

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার থেকে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করা হয়েছে। শুরু প্রথম দিনেই উপজেলা থেকে করোনা ভাইরাস সন্দেহে দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান।
তিনি সাংবাদিকদের বলেন, উপজেলায় করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য রোববার থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। এ জন্য এখানকার দু'জন মেডিকেল টেকনোলজিস্টকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রথম দিনেই উপজেলা থেকে দুই ব্যক্তির করোনা ভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই দুই ব্যক্তির নমুনা সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে পাঠানো হবে। পরদিন মঙ্গলবার নমুনার ফলাফল জানা যাবে।
তিনি আরো বলেন, এই পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে সরবরাহ করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তি উপস্থিত হয়ে অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করলে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হবে।
হট নাম্বারগুলো মধ্যে ০১৭৬২৮৬৫৬১৬ নম্বরটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ০১৭৩০১৮৮৫৫২ নম্বরটিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএস) বরাবর ফোন করা যাবে। এছাড়াও হাসপাতালের জরুরী বিভাগের নম্বরেও যোগাযোগ করা যাবে।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: