গোদাগাড়ীতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ১
রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে।
রবিবার দুপুরে গোদাগাড়ী থানার কানাইডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের মৃত হারেজ আলীর ছেলে খোকন (২৬)।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা কানাইডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে।
পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ১০১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল ফোন, ১ টি সীমকার্ড উদ্ধার হয়। র্যাব জানায়, খোকন দীর্ঘদিন থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে জড়িত। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরপি/ এআর
বিষয়: রাজশাহী র্যাব-৫ ইয়াবা ট্যাবলেট আটক
আপনার মূল্যবান মতামত দিন: